পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দল ঘোষণা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/01/photo-1538403237.jpg)
আজ সোমবার ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি এবং একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারে। জাভেরিয়া ওয়াদুদের নেতৃত্বে পাকিস্তান দল সিরিজের উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার কক্সবাজারে পৌঁছবেন অতিথি দলটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাস্কিস্তান সিরিজের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে।
বাংলাদেশ দল : রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুতপা, লতা মন্ডল এবং মুর্শিদা খাতুন।