ভুটানকে হারালেই ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালের আরেক ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল। গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান ও নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও ভুটান উঠেছে সেমিফাইনালে। স্বাগতিক ভুটান গ্রুপ রানার্সআপ হওয়ায় সেমিতে চাংলিমিথানে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।
গ্রুপ পর্বে দাপটের সঙ্গে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে প্রথম ম্যাচে ১৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ, যেখানে একাই সাত গোল দেন সিরাত জাহান স্বপ্না। পরের ম্যাচে নেপালকে অবশ্য হারাতে একটি গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধে স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারের গোল দুটির একটি নেপাল শোধ করে অতিরিক্ত মিনিটে। রেশমি কুমারীর সেই গোল মূল সময়ের দুই মিনিট পরে বাংলাদেশের জালে জড়ালেও বিপদ ঘটেনি।
অন্য গ্রুপে মালদ্বীপকে ১৩ গোল দিলেও ভারতের কাছে ৪-০ গোলে হেরে বসে ভুটান। ফলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে তারা। আজ শুক্রবার স্বাগতিক ভুটান নিজেদের সর্বশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে।