বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গে চান কোহলিরা
বেশ কিছুদিন ধরেই তা আলোচনায় আসছিল, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে রাখার বিষয়টি। ভারতীয় দলের ক্রিকেটাররা দাবিটা বেশি তুলছিলেন। সেটা ছিল আড়ালে-আবডালে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবার জোরালোভাবেই এ দাবি তুলেছেন।
কোহলির এই দাবিতে বিসিসিআই নড়েচড়ে বসেছে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, এ ব্যাপারে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা। তবে বোর্ডের পরবর্তী সভায় এ প্রসঙ্গটি উত্থাপন করা হবে।
এ ব্যাপারে বিসিসিআইর এক কর্তা বলছেন, ‘ক্রিকেটারদের স্ত্রীরা দলের সঙ্গে সফরে যান। অবশ্য পুরো সময়টা থাকতে পারেন না। নির্ধারিত সময়ের পর দেশে ফিরে যেতে হয়। আর এ নিয়মের বদলের দাবি তুলেছেন কোহলি।’
অবশ্য এ বিষয়ে বোর্ডগুলো দ্বিধাবিভক্ত। এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারও এমন দাবি তুলেছিলেন। তবে অনেকেই বলছেন, সফরে স্ত্রীরা সঙ্গে থাকলে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটে।
অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা দুই সপ্তাহের জন্য স্ত্রীদের সঙ্গে রাখতে পারেন। পরে তাদের দেশে ফিরতে হয়।