ভক্তদের ধন্যবাদ জানিয়ে সাকিবের স্ট্যাটাস
এ বছরের শুরুতেই জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে হাতে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই চোট সারা বছর বয়ে বেড়িয়েছেন তিনি। চোট না সারানোর খেসারতও দিতে হয়েছে সাকিবকে। এশিয়া কাপের শেষ সুপার ফোর ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। হাতের অবস্থা খারাপ হওয়ায় দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। গত ৫ অক্টোবর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যান সাকিব। তবে তাঁর সুস্থতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া করেছেন ভক্তরা। তাতেই ভক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন সাকিব।
গতকাল সাকিব তাঁর ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে লেখেন, ‘সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার এত অগণিত এবং দারুণ সব ভক্তকে পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগাপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালোবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি খুব শিগগির মাঠে ফিরব এবং সম্মানের সঙ্গে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করব। আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা রইল।’
এরপরই আজ রোববার দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে অবশ্য সুসংবাদ নিয়েই ফিরেছেন সাকিব। চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণ সেরে গেলেই মাঠে নামতে পারবেন তিনি। তবে আবারও ব্যথা অনুভূত হলে অপারেশন করানোর প্রয়োজন হতে পারে। সংক্রমণ সারতে কমপক্ষে তিন মাস সময় লাগতে পারে। এই সময়টুকু সাকিবকে মাঠে পাবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।