আবাহনীর সামনে হ্যাট্রিক শিরোপার সুযোগ

Looks like you've blocked notifications!
ফেডারেশন কাপে হ্যাট্রিক শিরোপা জয়ের প্রস্তুতি ঢাকা আবাহনীর। ছবি : এনটিভি

এ মাসেই ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের মৌসুম। সেই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে দলগুলো। গেল দুই আসরের লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সামনে এবার হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ। দেশি-বিদেশিদের নিয়ে দারুণ দল আবাহনী ছুটছে সে লক্ষ্যেই।

ঢাকার ফুটবলে আবাহনীর সাফল্যর ধারে-কাছে নেই অন্যদলগুলো। তবে প্রস্তুতি অন্যদলগুলোর তুলনায় একটু পিছিয়ে আছে সেটাই ভাবাচ্ছে কোচ জাকারিয়া বাবুকে। সেটা কাটিয়ে উঠলেই শিরোপার বড় দাবিদার আবাহনীই।

ঢাকা আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, ‘বিদেশি ফুটবলার ভালো আছে। সব মিলিয়ে টিম ভালো আছে।’ একই কথা বলেন প্রাণতোষ। তিনি বলেন, ‘আমাদের তো টার্গেট এবার হ্যাটট্রিক শিরোপার। আমরা সেভাবেই টিম করেছি।’

দল থেকে ইমনবাবু আর নাসির চলে গেলেও সাদ-জুয়েল রানা, তাসিনদের নিয়ে স্থানীয় সংগ্রহ ভালো। এর সাথে দক্ষিণ  কোরিয়ার মিডফিল্ডার মিনহায়েছ, আফগানিস্তানের স্টপার  মাসিহ সাইঘানি, হাইতির স্ট্রাইকার কারভিন্স বেলফোর্টের সঙ্গে গত আসরের সানডে তো আছেই। সাথে তিন অভিজ্ঞ ফুটবলার মামুনুল-তপু ও ওয়ালি ফয়সালের সঙ্গে তরুণ স্ট্রাইকার নবীব নেওয়াজ জীবনরা আছেন। এদের সবারই চোখ এবার শিরোপায়।

নবীব নেওয়াজ জীবন বলেন, ‘স্বপ্ন ছিল আবাহনীতে খেলব। খেলার সুযোগ পেলে স্কোর করব।’