জিম্বাবুয়ে সিরিজে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আগামী ২১ অক্টোবর রোববার শুরু হচ্ছে ঢাকায়। এই সিরিজের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সিরিজকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।
আজ বুধবার সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার সভাকক্ষে এক প্রস্তুতি সভায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে সামনে রেখে নানা প্রস্তুতির কথা জানানো হয়। এ সময় পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার জানান, দুই দেশের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী সোমবার চট্টগ্রামে যাওয়ার কথা দুই দলের। ২৪ অক্টোবর দ্বিতীয় এবং ২৬ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিরিজের বাকি দুটি টেস্টের একটি সিলেটে এবং অন্যটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। আর প্রথম ওয়ানডে ম্যাচ হবে ঢাকায়।