চ্যালেঞ্জ নিতেই পছন্দ মিরাজের
বর্তমান জাতীয় দলে নিয়মিত খেলা তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভান ভাবা হয় মেহেদী হাসান মিরাজকে। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সব ক্ষেত্রেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। দুই বছরের এই ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে হয়ে উঠেছেন আত্মবিশ্বাসী।
আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এমন আত্মবিশ্বাসের কিছু কথা শুনিয়েছেন মিরাজ। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জটা উপভোগও করি। দল এবং সিনিয়রদের সমর্থন পাওয়ায় আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়। তা আমার কাছে ভালোলাগারও।’
আর নিজের বোলিং বৈচিত্র নিয়ে এই তরুণ স্পিনার বলেন, ‘আগের তুলনায় মানসিক দৃঢ়তা কিছুটা বেড়েছে। তাই চেষ্টা করছি বোলিংয়ে কিছু বৈচিত্র্য আনতে। আশা করছি, এতে সাফল্য আরও বেশি আসবে।’
এশিয়া কাপের ফাইনালে ওপেনিংয়ে ব্যাট করা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আসলে যেকোনো মুহূর্তে দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে হবে, সে মানসিক প্রস্তুতি আমার আছে। অবশ্য সেদিন আমি নিজেও ভাবিনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে হবে। মাশরাফি ভাই ম্যাচের আগের দিন রাতে বলেছেন, আর সবার সমর্থন পেয়েছি বলেই কাজটা আমার জন্য সহজ হয়েছে।’
এদিকে আগামী ২১ অক্টোবর ওয়ানডে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামে সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ২৪ ও ২৬ অক্টোবর।
সিলিটে প্রথম টেস্ট হবে ৩ থেকে ৭ নভেম্বর। আর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ থেকে ১৫ নভেম্বর।