কংগ্রেসে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন
এবার বেশ কিছুদিন আগেই আলোচনায় এসেছিলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি এবং তাঁর স্ত্রী হাসিন জাহান। তবে তাঁদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগেই। এবারও আলোচনায় এসেছেন হাসিন, তবে সেটি রাজনীতিতে যোগদান করে। গত মঙ্গলবার মুম্বাইয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শামির সাবেক স্ত্রী। তাঁকে বরণ করে নেন মুম্বাই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম। দলীয় টুইটার থেকে হাসিনকে বরণ করে নেওয়ার ছবিটি টুইট করা হয়েছে।
মোহাম্মদ শামির বিরুদ্ধে অবিশ্বস্ততা, গৃহ নির্যাতন এবং বৈবাহিক ধর্ষণের অভিযোগ এনেছিলেন মডেল হাসিন জাহান। এ বছরের মার্চেই তিনি পুলিশের কাছে শামির বিরুদ্ধে মামলা করেছেন। যদিও শামি বরাবরই সবকিছু অস্বীকার করে এসেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শামিকে এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী পর্যবেক্ষণের সুবাদে অবশ্য কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত হয়েছেন শামি।
হাসিনের অভিযোগের ফলে তাঁকে খরচ দেওয়া বন্ধ করেছেন শামি এবং তাঁকে শহরের বাইরে থাকতে হচ্ছে। পরে তিনি হাতখরচ বাবদ আদালতের মাধ্যমে শামির কাছে প্রতি মাসে ১০ লক্ষ রুপি দাবি করেন। পেশাদার মডেল এবং কোলকাতা নাইট রাইডার্সের সাবেক চিয়ারলিডার হাসিন ২০১৪ সালে শামিকে বিয়ের পরে মডেলিং ছেড়ে দেন। তবে নিজের খরচ চালাতে আবারো মডেলিংয়ে নেমেছেন তিনি।