ক্রিকেটকে বিদায় জানালেন প্রবীণ কুমার
ভারতীয় সুইংগার প্রবীণ কুমার সব ধরনের পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। জাতীয় দলের জার্সিতে তাঁকে ২০১২ সালে শেষ বারের মতো দেখা গিয়েছিল। এবার কোচিংয়ে মনোনিবেশ করতে চান বলে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।
মিরুতে জন্ম নেওয়া এই ৩২ বছর বয়সী খেলোয়াড় ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষিক্ত হন। মোট ৬৮টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে অংশ নিয়ে ৭৭ উইকেট পেয়েছেন তিনি। যদিও দলের হয়ে মাত্র ছয়টি টেস্ট এবং ১০টি টি-টোয়েন্টিতে তাঁকে দেখা গেছে। প্রবীণ বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে নয়, বরং অনেক কিছু চিন্তা করেই আমি এমন সিদ্ধান্তে এসেছি। খেলা থেকে আমি অনেক কিছু পেয়েছি। তবে একে বিদায় জানানোর এটিই উপযুক্ত সময়। আমি আমার পরিবার, ভারতীয় ক্রিকেট বোর্ড, ইউপিসিএ, রাজিব শুক্লা স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য।’
ওয়ানডে ক্রিকেটে প্রবীণের কিছু অসাধারণ বোলিং রেকর্ড রয়েছে। ২০০৮ সালে সিবি সিরিজের দুটি ফাইনালেই তিনি চারটি করে উইকেট নেন। নতুন বলে সুইং করিয়ে দ্রুত উইকেট এনে দিতে পারতেন প্রবীণ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। এরপর দলে সুযোগ না পেলেও নেতৃত্ব দিয়েছেন উত্তর প্রদেশকে। গত বছর ৬৬টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নেন তিনি। প্রবীণ কুমার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দারাবাদ, গুজরাট লায়নস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নেমেছেন। ২০১০ সালের আইপিএলে চমৎকার একটি হ্যাটট্রিক রয়েছে তাঁর ঝুলিতে।
এবার কোচিং ক্যারিয়ারও তেমন সুন্দরভাবে সাজাতেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রবীণ।