কেমন হবে বাংলাদেশ একাদশ?
দীর্ঘদিন পর ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। যাদের বিপক্ষে সামর্থ্যের বিচারে অনেকটাই এগিয়ে লাল-সবুজের দল। কিন্তু দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল চোটের কারণে খেলতে পারছেন না বলে সব হিসাব পাল্টে যাচ্ছে। তরুণদের আধিক্য থাকা এই দল থেকেই একাদশ বেছে নিতে হচ্ছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়েও চলছে যত আলোচনা। দলে নতুন মুখ হিসেবে জায়গা পাওয়া বাঁহাতি অলরাউন্ডার ফজলে রাব্বি কি একাদশে সুযোগ পাবেন?
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রাব্বির একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তামিম না থাকায় এই ম্যাচের ওপেনিংয়ে ব্যাট করতে নামতে পারেন লিটন দাস ও ইমরুল কায়েস।
এই কিছুদিন আগে এশিয়া কাপে নাজমুল হোসেন শান্তকে দিয়ে ওপেন করিয়ে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশ। পরে ফাইনালে মেহেদী হাসান মিরাজকে দিয়ে উদ্বোধন করানো হয়। তবে এদিন এমন কোনো চমক নাও থাকতে পারে।
এ ছাড়া মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন তো থাকছেনই। তাঁদের সঙ্গে অলরাউন্ডার সাইফুদ্দিনও থাকতে পারেন একাদশে।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন ও ফজলে রাব্বি।