এখন ম্যারাডোনার অন্য সুর!

Looks like you've blocked notifications!

কদিন আগে লিওনেল মেসির সমালোচনায় মুখর ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। বার্সেলোনা তারকাকে জাতীয় দল থেকে অবসরের কথাও বলেছিলেন তিনি। শুধু তাই নয়, বিদ্রূপ করে বলেছিলেন, যে ফুটবলার ম্যাচের আগে কুড়িবার বাথরুমে ছোটে, সে আবার কিসের অধিনায়ক? এবার নিজের অবস্থান থেকে সরে এসেছেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে ম্যারাডোনা বলেন, ‘ইচ্ছে করেই মেসির সঙ্গে আমার ঝামেলা বাধানোর চেষ্টা করা হচ্ছে। লিওকে আমি চিনি। আমি জানি ও বিশ্বেসেরা ফুটবলার।’

ম্যাচের আগে কুড়িবার বাথরুমে যাওয়া প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, ‘হ্যাঁ, আমি কুড়িবার বাথরুমে যাওয়ার কথা বলেছি, কিন্তু কারো নাম উল্লেখ করিনি। ফুটবলারটির নাম মেসি, সেটা একবারও বলিনি।’

কদিন আগে আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার মারিও কেম্পস বলেছিলেন, মেসির সমালোচকরা মানসিকভাবে বিকারগ্রস্ত! গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা সবাই জানি, মেসি একা জিততে পারবে না। কিছু মানসিকভাবে বিকারগ্রস্ত বা অসুস্থ মানুষ আছে, যারা মেসির প্রতিভাকে প্রশ্নবিদ্ধ করবে কিংবা বলবে সে দেশের জন্য কিছু করে না। সে জাতীয় সংগীতে গলা মেলায় না অথবা ম্যাচের আগে ৫০ বার বাথরুমে যাওয়ার মতো মন্তব্যও তারা করতে পারে। এই কথাগুলো মনোযোগ আকর্ষণের জন্য বলা হয়। ডিয়েগোর ব্যাপারে কিছু খবর শুনেছি, যাতে মনে হয়েছে তাঁর খারাপ লেগেছে মেসির নেতৃত্ব। খবরগুলো হয়তো ভুলভাবে ব্যাখ্যা করাও হতে পারে। আমার মতে, সুনামির মতো ফুঁসে ওঠা জল আগে শান্ত করা উচিত। ম্যারাডোনা মুখ খুললেই তা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে যায়। সে ফুটবল নিয়ে কথা বলতে পারে, তবে ব্যক্তির ব্যাপারে মন্তব্য মেনে নেওয়া যায় না। আমাদের বিষয়টি বাদ দেওয়া প্রয়োজন এবং ম্যারাডোনার মেক্সিকান দলটির কোচিংয়ে মনোযোগী হওয়া উচিত।’