রানাতুঙ্গার অনুরোধ রাখলেন মোদি

Looks like you've blocked notifications!

সম্প্রতি ম্যাচ স্পট ফিক্সিং নিয়ে উত্তপ্ত ক্রিকেটবিশ্ব। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও। অবাক করার মতো বিষয় হচ্ছে, শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার নামও এসেছে। শোনা যাচ্ছে, দেশটির ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তাও নাকি এর সঙ্গে যুক্ত। কাতারভিত্তিক সংবদমাধ্যম আলজাজিরার সদ্য প্রকাশিত তথ্যচিত্রে বেরিয়ে এসেছে এমন চমকজাগানিয়া খবর। 

শ্রীলঙ্কার ম্যাচ ফিক্সিং তদন্তে এবার ভারতের সাহায্য চাইলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনি এখন শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী। এ ব্যাপারে  তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমাদের দেশে ক্রিকেট দুর্নীতির তদন্তে তেমন বিশেষজ্ঞ নেই। তাই আমরা ভারতের সাহায্য চেয়েছি। আমার অনুরোধে ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছেন। ক্রিকেটের দুর্নীতিতে তারা অনেকভাবেই আমাদের সাহায্য করতে পারেন।’

গোপন ক্যামেরা নিয়ে অভিযান চালিয়ে আলজাজিরা ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগ তুলে এনেছে। এরই মধ্যে তারা ১৫টি আন্তর্জাতিক ম্যাচের কথা উল্লেখ করেছে,  যেগুলোতে ফিক্সিং হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের ও বাংলাদেশের ম্যাচটিও নাকি এই তালিকায় আছে।