নতুন নিয়মে বিশ্বকাপ বাছাই

Looks like you've blocked notifications!

বিশ্বকাপের অংশগ্রহণ বাছাই প্রক্রিয়ায় নতুন নিয়ম হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরে নতুন এই নিয়ম চালু করতে যাচ্ছে।

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। কিন্তু এই ১০ দল নির্বাচনে আইসিসি এবার নিয়ে এলো নতুন এক নিয়ম।

২০২৩ সালের বিশ্বকাপের জন্য মোট ৩২টি দলের মধ্যে বাছাই হবে। আর এই বাছাইপর্ব হবে ছয়টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। ৩২টি দলের মধ্য থেকে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে। এরই মধ্যে এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। এই ১৩টি দল হচ্ছে—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে প্রথম আটটি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। তবে বাকি দুই দলের কষ্ট একটু বেশিই করতে হবে। এ জন্য তাদের আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা খেলে আসতে হবে।