কালই কি নিশ্চিত হবে সিরিজ জয়?

Looks like you've blocked notifications!

ঢাকায় প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে তারা। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ জয়।  সাফল্যে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাবাই নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ওয়ানতে লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

আজ মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘সাফল্য পেতে হলে আমাদের সিনিয়র খেলোয়াড়দের আরো দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব। সেই সামর্থ্য আমাদের খেলোয়াড়দের আছে।’

তবে দলের ইনিংসটা লম্বা হচ্ছে না বলে কিছুটা চিন্তিত বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের টপ অর্ডারে কেউ সেঞ্চুরি করার পরও দলের সংগ্রহ ৩০০ হচ্ছে না। এই জায়গাটা কিছুটা চিন্তার। তারা তেমন সহযোগিতা পাচ্ছে না বলেই রানটা বড় হচ্ছে না। এসব পরিস্থিতে আমাদের মানিয়ে নিতে হবে।’

এই ম্যাচের একাদশে পরিবর্তন আসবে কি না, এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। ফজলে রাব্বিকে একাদশে নেওয়া হয়েছিল। আরো ক্রিকেটার আছেন,  নাজমুল হোসেন শান্ত,  আরিফুল হক ও আবু হায়দার রানি। তবে আমাদের হাতে এখনো ২৪ ঘণ্টা আছে। এখন বলা যাচ্ছে না, কাকে নেওয়া হবে। দু-একজনকে সুযোগ দেওয়া যায় কি না, সেটা দেখা হবে।’

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফজলে রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।