জ্বলে ওঠার তৃষ্ণা ম্যাচসেরা সাইফউদ্দিনের
ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে গত রোববার প্রথম ম্যাচে পেয়েছিলেন অর্ধশতক। অবশ্য সেই ম্যাচে কোনো উইকেট না পেলেও আক্ষেপ ঘুচিয়েছেন দ্বিতীয় ওয়ানডেতে। বাংলাদেশ দলে অনেক দিন পর ফিরে আসা সাইফউদ্দিন গতকাল বুধবার চট্টগ্রামে বল হাতে তিন উইকেট পেয়েছেন ৪৫ রানের বিনিময়ে, যার মধ্যে একটি ওভার রানশূন্য! আর এতেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই বোলিং অলরাউন্ডার।
ওয়ানডে এবং সিরিজ জয়ের পর সাইফ সাংবাদিকদের বলেন, ‘আমি মনে মনে চাইছিলাম, মাশরাফি ভাই আমাকে আরেকটু জলদি আক্রমণে নিয়ে আসুক। সেই সুযোগ এনে দেওয়ায় তাঁকে ধন্যবাদ। বোলিংয়ে কিছু একটা করে দেখাতে চাইছিলাম। দলে টিকে থাকতে হলে আমাকে বোলিংয়েই প্রমাণ দিতে হবে। আমি রুবেল ভাই অসুস্থ থাকায় সুযোগ পেয়েছি। তবে ভিন্ন কিছু করে নজরে আসার চেষ্টা ছিল।’
সাইফউদ্দিন খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি। এর মধ্যে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের কাছে এক ওভারে পাঁচ ছক্কা হজম করেছিলেন সাইফউদ্দিন। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডেতে এমন চমক দিয়ে তাক লাগিয়েছেন তিনি। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল কিংবা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও তরুণরা যেভাবে দ্যুতি ছড়াচ্ছে, তাতে খুশি নির্বাচকরাও।
আরো এগিয়ে যেতে চান বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তিনি বলেন, ‘আমার প্রধান কাজ বোলিং। উইকেট পেলে বা কম রান দিলে ভালো লাগে। ব্যাটিং করতেও স্বচ্ছন্দবোধ করি। এখানে রান এবং উইকেট পেয়ে ভালো লেগেছে।’
ভালো পারফর্ম করে দলে সাইফউদ্দিন আবারও নিয়মিত মুখ হয়ে উঠবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।