মেসি-রোনালদো ছাড়াই মাঠে গড়াচ্ছে এল ক্লাসিকো
স্প্যানিশ ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর এল ক্লাসিকোর পর্দা নামছে আগামীকাল রোববার। দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচেই মুখোমুখি হবে। তবে আশ্চর্যের বিষয় হলো, ইতালিতে পাড়ি জমানোয় কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং হাতের ইনজুরিতে থাকায় বার্সার লিওনেল মেসি- দুজনকে ছাড়াই ভক্তদের এবারের আসরের প্রথম ম্যাচ উপভোগ করতে হবে। অবশ্য বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এল ক্লাসিকোর সভাপতি হাভিয়ের তেবাস।
ডান হাতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে বার্সা অধিনায়ক মেসি। অন্যদিকে প্রায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে বিপুল অঙ্কের পারিশ্রমিকে যোগদান করেছেন রোনালদো। সেই হিসেবে ২০০৭ সালের ডিসেম্বরের পর পাঁচবারের ব্যালন ডি-অরের দুই অধিকারী ছাড়া এল ক্লাসিকো মাঠে গড়াবে আগামীকাল।
তেবাস অবশ্য মেসি-রোনালদো দ্বৈরথের চেয়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকেই মুখ্য মনে করছেন। তাঁর মতে, ‘ক্রিস্টিয়ানো ও মেসি ক্লাসিকোতে না থাকায় তাঁরাই কিছু হারিয়েছে, এল ক্লাসিকো নয়। আমার মতে, এটি দারুণ দুই দলের সবচেয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ। দলগুলো খেলোয়াড়ের চেয়ে বড়। তারা না থাকায় এটি এল ক্লাসিকোর জন্য ভালো হয়েছে।’
তবে দুই তারকা খেলোয়াড় না থাকায় ভক্তরা এল ক্লাসিকো বিমুখ হওয়ার সম্ভাবনা না দেখলেও কিছুটা আশাহত হবেন ভক্তরা। আগামীকাল ছোটপর্দায় মেসি ও রোনালদোবিহীন এল ক্লাসিকো কতটা উত্তেজনা ছড়ায়, সেটিই এখন দেখার বিষয়।