রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল জুভেন্টাস
কিছুদিন আগেই চিরচেনা এল ক্লাসিকোর দল রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি ‘এ’-তে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিপুল পরিমাণ পারিশ্রমিকে জুভেন্টাসে যোগদান করা এই পর্তুগিজ তারকা পেয়েছেন সাফল্যের দেখা। যদিও মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। তবে গতকাল ক্যাস্তেলানিতে এম্পোলিকে তাঁরই জোড়া গোলের সুবাদে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।
লিগে প্রথম আট ম্যাচেই জয়ে ছিল রোনালদোরা। অবশ্য গত ম্যাচের আগের ম্যাচে জিওনার সঙ্গে ড্র করে বসে তারা। তাই এ ম্যাচে জয় পেতে মরিয়া হয়ে ছিল ম্যাসমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। তবে প্রথমার্ধের অবস্থা দেখে সেটি বোঝার উপায় ছিল না। কারণ, মাঝামাঝি সময়ে ২৮ মিনিটের মাথায় এম্পোলিকে গোল করে এগিয়ে নেন ফ্রান্সিসকো কাপুতো। সেই অর্ধে দিবালারা গোলের সুযোগ তৈরি করতে পারেননি শুধু এম্পোলির রক্ষণভাগের খেলোয়াড়দের নৈপুণ্যে।
অবশ্য বিরতির পরের গল্প শুধু জুভেন্টাসই লিখেছে। ডি-বক্সে ফাউলের শিকার হন দিবালা। ফলে পেনাল্টি দেন রেফারি। যথারীতি পেনাল্টি নিতে আসেন ক্রিস্টিয়ানো। গোলরক্ষকের ভুল অনুমানে ডান পাশ দিয়ে সোজা বল জালে জড়ান রোনালদো। ফলে সমতায় ফেরে জুভেন্টাস।
ঠিক ৭০ মিনিটে জয় নির্ধারণী গোল করেন রোনালদো। অসাধারণ জোরালো এক শটে গোলরক্ষকে পরাস্ত করেন তিনি। ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল এম্পোলি। তবে গোল আদায় করতে পারেনি তারা। এত আয়োজন করে দলে নিয়ে আসা রোনালদোর জোড়া গোলই শেষ পর্যন্ত জিতিয়েছে জুভেন্টাসকে।
সিরি ‘এ’-তে ১০ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে নাপোলি আছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ২১। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।