সালাহদের কাছে বিধ্বস্ত কার্ডিফ
ইংলিশ প্রিমিয়ার লিগে কিছুদিন আগেই যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ। এবার ঘরের মাঠে কার্ডিফকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে তাঁর দল লিভারপুল। সেনেগাল স্ট্রাইকার মানে পেয়েছেন জোড়া গোল। অল রেডদের হয়ে বাকি দুটি গোল করেন মোহাম্মদ সালাহ ও জারদান শাকিরি।
অ্যানফিল্ডে কোনো সুযোগই নিতে পারেনি সফরকারী কার্ডিফ। স্বাগতিক লিভারপুলকে ১০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে নেন মিসরীয় কিং সালাহ। অবশ্য সে ক্ষেত্রে রক্ষণভাগ খেলোয়াড়দের বোকামির অবদান রয়েছে অনেকটাই। গোলশোধের চেষ্টায় থাকা কার্ডিফকে সুযোগ দেননি শাকিরিরা। উল্টো গোল খেয়ে কিছুটা রক্ষণাত্মক খেলেছে কার্ডিফ। হয়তো তারা দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার আশা রেখেছিল।
তবে সে আশায় গুড়ে বালি ঢেলে দেন মানে। ৬৬ মিনিটের মাথায় অসাধারণ শটে কার্ডিফের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এবার অবশ্য কিছুটা গুছিয়ে খেলতে শুরু করে কার্ডিফ। ঠিক ১১ মিনিট পরেই কালাম প্যাটারসনের গোলে ব্যবধান কমিয়ে ২-১ গোলে নিয়ে আসে কার্ডিফ।
এতে অবশ্য শেষ রক্ষা হয়নি কার্ডিফের। উল্টো ব্যবধান হয়েছে দ্বিগুণ। আর দুটি গোলই তৈরি করে দিয়েছেন সালাহ। ৮৪ মিনিটে সালাহর পাস থেকে বল পেয়ে লিভারপুলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন সুইস তারকা শাকিরি। ঠিক ৮৭ মিনিটের মাথায় আরেকটি গোলের দেখা পায় লিভারপুল। এবার সালাহর পাস থেকে চিপ করে নিজের জোড়া গোলের দেখা পান মানে। তাই লিভারপুল স্ট্রাইকারদের দাপটে ৪-১ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে কার্ডিফকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে অল রেডদের ১০ ম্যাচের মধ্যে আটটি জয় ও দুটি ড্রয়ে মোট পয়েন্ট ২৬। শীর্ষে থাকা লিভারপুলের পরে আছে এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি।