বিপিএলে চিটাগং ভাইকিংসে আশরাফুল
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। অবশ্য বেশ কিছুদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরও জাতীয় দলে জায়গা হয়নি এই ক্রিকেটারের। তবুও নিজের ফিটনেস ধরে রেখেই বিসিবির নজরে এসেছিলেন তিনি। কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আফগান প্রিমিয়ার লিগে নেওয়া হতে পারে এই ব্যাটসম্যানকে। সেই আশায় হয়তো মুখিয়ে ছিলেন আশরাফুলও। তবে এবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে তাঁকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস।
অনেকদিন ধরেই জাতীয় দলে আবারও ফেরার ইচ্ছে জানিয়েছেন আশরাফুল। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেই দলের জার্সিতে মাঠে নামতে হবে তাঁকে। ভাইকিংসের হয়ে এমন কিছুই হয়তো করতে চাইবেন আশরাফুল।
একসময়ে বাংলাদেশের আশার ফুল বলা হতো আশরাফুলকে। তাঁর ব্যাট হাসলে হাসতো বাংলাদেশ। এমনকি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারাতেও তাঁর অবদান ছিল চোখে পড়ার মতো। বিপিএলের শুরুর দিকের আসরগুলোয় ঢাকা ডায়নামাইটসের মতো দলের হয়ে মাঠে ঝড় তুলেছেন আশরাফুল। তবে ২০১৩ সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে আট বছরের জন্য ক্রিকেট থেকে নিষদ্ধ হন তিনি। অবশ্য দোষ স্বীকার করায় পাঁচ বছরে নেমে আসে সেই নিষেধাজ্ঞা। আবারও সেই বিপিএলে সুযোগ পেলেন তিনি।
আশরাফুলকে বি ক্যাটাগরির খেলোয়াড়ের তালিকায় রাখায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে জাতীয় লিগে খুব বেশি চোখে পড়ার মতো পারফর্ম না করলেও অভিজ্ঞতা দিয়ে ভাইকিংসদের কিছু দেওয়ার আশা করতেই পারেন ভক্তরা। আজ রোববার বিপিএলের প্লেয়ার ড্রাফটের শুরুতেই তাঁকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস। অবশ্য ড্রাফট শুরু হওয়ার আগেই মিস্টার ডিপেনডেবল খ্যাত বাংলাদেশের উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দলে নিয়েছে চিটাগং।