সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সায় বিধ্বস্ত রিয়াল
লিওনেল মেসি নেই। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন মৌসুমের প্রথম এল ক্লাসিকো হয়তো কিছুটা বিবর্ণই থাকবে। না, সবার সেই ধারণা ভুল প্রমাণ করলেন লুইস সুয়ারেজ। এই উরুগুয়ে স্ট্রাইকারের চমৎকার হ্যাটট্রিকে বার্সেলোনা উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। নিজেদের মাঠে লা লিগার এই ম্যাচে তারা ৫-১ গোলে বিধ্বস্ত করেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের।
গতকাল রোববার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার বিশাল জয়ে সুয়ারেজের হ্যাটট্রিক ছাড়াও ফিলিপে কুতিনহো ও আর্তুরো ভিদাল একটি করে গোল করেন।
ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সতীর্থের বাড়ানো বল ধরে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহো। ব্যবধান দ্বিগুণ করতে কিছুটা সময় লেগেছে তাদের। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। ডি-বক্সের মধ্যে এই উরুগুয়ে স্ট্রাইকারকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল একটি গোলের দেখা পায়। ৫০ মিনিটে ব্রাজিলীয় ডিফেন্ডার মার্সেলো করেন গোলটি (১-২)।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেয়ে ম্যাচে ফিরে আসার শতচেষ্টা করেও পারেনি রিয়াল। বরং ৭৫ মিনিটে সুয়ারেজের গোলে আরও পিছিয়ে পড়ে তারা। ডি-বক্সের বাইরে থেকে চমৎকার হেডে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন তিনি।
৮৩ মিনিটে রিয়াল অধিনায়ক রামোসের ভুলে সুয়ারেজ হ্যাটট্রিক করতে ভুলেননি। এদিনের তিন গোলে লিগে এখন পর্যন্ত সাতটি গোল করেছেন তিনি।
শেষ বাঁশি বাজার তিনি মিনিট আগে বদলি খেলোয়াড় ভিদাল দলের পক্ষে পঞ্চম গোলটি করেন।
এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে আছে। আর এই হারে ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল নেমে গেছে নবম স্থানে। লিগে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিততে পারেনি রিয়াল। এর মধ্যে তিন ম্যাচ হেরেছে তারা।