ভারতীয় পেসারকে আইসিসির সতর্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মারলন স্যামুয়েলসকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখিয়ে আইসিসির আচরণবিধি ভেঙেছেন ভারতীয় তরুণ পেসার খলিল আহমেদ। তাই এই বাঁহাতি পেসারকে মৌখিকভাবে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
সে ম্যাচের ১৪তম ওভারের চতুর্থ বলে খলিলের শিকার হয়েছিলেন স্যামুয়েলস। ক্যারিবীয় এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে আউট করে খুবই উচ্ছ্বসিত হন খলিল। তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান। তা আইসিসির আচরণবিধি ভঙ্গের শামিল।
আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘স্যামুয়েলসকে আউটের পর প্যাভিলিয়নের পথ দেখানো আইসিসির নিয়ম ভাঙা। তাই তাঁকে সতর্ক করা হয়েছে।’
গত সেপ্টেম্বরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডেতে অভিষেক হয়েছিল খলিলের। দলের হয়ে ভালোই খেলে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলে ৯টি উইকেট পেয়েছেন তরুণ এই পেসার। তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে, সে ম্যাচে ৫ ওভারে ১৩ রানে ৫ উইকেট পান তিনি।