কর ফাঁকির মামলায় ফেঁসেছেন নেইমার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/26/photo-1443247439.jpg)
কর ফাঁকির অভিযোগে বেশ কয়েকবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। এবার কর ফাঁকির মামলায় ফেঁসে গেছেন বার্সেলোনার আরেক তারকা নেইমার। ব্রাজিলিয়ান এই ফুটবলারের ৪৭ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছেন ব্রাজিলের একটি আদালত।
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময়ও অর্থকড়ির লেনদেন নিয়ে ঝামেলায় পড়তে হয়েছিল নেইমারকে। সেই দায় কাঁধে নিয়ে বার্সার সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল সান্দ্রো রোচেলকে। এবার নিজ দেশে কর ফাঁকি দেওয়ার মামলায় জড়িয়েছেন ২৩ বছর বয়সী নেইমার। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মোটা অঙ্কের অর্থ কর দেননি বলে অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। ব্রাজিলের বিচারপতি কার্লোস মুতা লিখেছেন, ‘১৫০ শতাংশ জরিমানা আরোপ করা হবে নেইমারের ওপর। এখন তাঁকে পরিশোধ করতে হবে ১৮৮,৮২০,১২৯,২৫ রিয়াল (৪৭.৩ মিলিয়ন ডলার)। এর মধ্যে ৬৩,৫৯১,৭৯৬ রিয়াল দিতে হবে আয়কর হিসেবে। বাকিটা জরিমানা ও বকেয়ার সুদ।’