মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল
ফলাফলের পরিসংখ্যানে খুব একটা সফল না হলেও টেস্ট ক্রিকেটে কিছু মানসম্পন্ন বোলার তৈরি করতে পেরেছে বাংলাদেশ। তার প্রমাণ মিলেছে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টে। জ্বলে উঠেছেন স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট পেয়েছেন তিনি। আর এতেই টেস্টে ব্যক্তিগত সংগ্রহে ছাড়িয়ে গেছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
টেস্ট ফরম্যাট থেকে বিরতিতে থাকা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফিকে টেস্টে ছাড়িয়ে গেছেন তাইজুল। মাশরাফি ৫১ ইনিংস খেলে মোট ৭৮ উইকেট পেয়েছেন। অন্যদিকে তাইজুল মাত্র ৩৬ ইনিংস খেলেই পেয়েছেন ৮০ উইকেট। একইসঙ্গে ১০ উইকেট শিকারীদের তালিকায় চতুর্থ বোলার হিসেবে লেখালেন নিজের নাম।
বাংলাদেশ টেস্ট দলে এপর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর উইকেটসংখ্যা ১৯৬টি। এরপর ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ রফিক। তৃতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম, পেয়েছেন মোট ৮০ উইকেট। এরপর আছেন মাশরাফি। তাঁর উইকেট সংখ্যা ৭৮টি। ৭২ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন পেসার শাহাদাত হোসেন রাজীব।
চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে জিম্বাবুয়ে মাত্র ১৮১ রান করেছে। এতে বাংলাদেশের সামনে ৩২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। জয়ের জন্য দিনশেষে বাংলাদেশের আরো ২৯৫ রান প্রয়োজন। এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে রেকর্ড পরিমাণ রান করে তাইজুলরা জিম্বাবুয়েকে ছাড়িয়ে নিজেদের জয় আনতে পারে কি না, সেটিই দেখার বিষয়।