বার্সেলোনার জয়, রিয়ালের ড্র
লা লিগায় গত সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে হোঁচট খেয়েছিল বার্সেলোনা। তবে লাস পালমাসের বিপক্ষে আবার ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। জিতেছে ২-১ গোলে। অন্যদিকে নিজেদের মাঠে নিচের সারির দল মালাগার বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আরেক প্রধান শিরোপাপ্রত্যাশী আতলেতিকো মাদ্রিদ দেখেছে হারের মুখ। আতলেতিকোকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে ভিলারিয়াল।
রিয়াল, বার্সা ও আতলেতিকো ছাড়াও এবারের লা লিগা শিরোপা জয়ের দৌড় ভালোভাবে শুরু করেছে আরো দুটি ক্লাব। ভিলারিয়াল ও সেল্তা ভিগো। ছয় ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভিলারিয়াল। এখন পর্যন্ত তাদের একটি ম্যাচেও হারের মুখ দেখতে হয়নি। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ১৫ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে রিয়াল ও সেল্তা ভিগো। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আতলেতিকো।
লাস পালমাসের বিপক্ষে জয় পেলেও দলের প্রধান তারকা লিওনেল মেসির ইনজুরি অস্বস্তিতে ফেলে দিয়েছে বার্সেলোনাকে। হাঁটুর ইনজুরির কারণে অন্তত সাত বা আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে। ম্যাচের শুরুতে, মাত্র তিন মিনিটের মাথায় পালমাসের দানিয়েল কাস্তেলানোর সঙ্গে সংঘর্ষের পর পায়ে আঘাত পান মেসি। ব্যথা নিয়েও কিছুক্ষণ চেষ্টা করেছিলেন খেলে যেতে। কিন্তু নয় মিনিট পর মাঠ ছাড়তে হয় চারবারের বর্ষসেরা ফুটবলারকে।
বার্সেলোনার পক্ষে দুটি গোলই করেছেন লুইস সুয়ারেজ। ন্যু ক্যাম্পে ২৫ ও ৫৪ মিনিটে গোল দুটি করেছেন এই উরুগুয়ের স্ট্রাইকার। ৮৮ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছেন পালমাসের ফরোয়ার্ড জোনাথন ভিয়েরা।
বার্সেলোনার জয়ের রাতে রিয়াল মাদ্রিদকে ভুগতে হয়েছে নিচের সারির ক্লাব মালাগার বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ার হতাশায়। নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল রিয়াল। কিন্তু মালাগার গোছানো রক্ষণভাগ আর গোলরক্ষক কার্লোস কামেনির দারুণ নৈপুণ্যে গোলবঞ্চিত থাকতে হয়েছে রিয়ালকে। নিজের নামের প্রতি সুবিচার করে জ্বলে উঠতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। মাত্র একটি গোল করে পেশাদারি ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলক পূর্ণ করার জন্য আরো অপেক্ষাই করতে হবে পর্তুগিজ তারকাকে।
৭৬ মিনিটের মাথায় মার্সেলোকে গুঁতো মারার দায়ে লাল কার্ড দেখেছিলেন মালাগার বিপজ্জনক খেলোয়াড় নরডিন আমরাবাত। কিন্তু প্রতিপক্ষের ১০ জনের দলে পরিণত হওয়ার ফায়দাটাও নিতে পারেনি রিয়াল।