ক্রীড়া সংবাদিক সৌরভের নতুন গান
‘গুরু’ শিরোনামে নতুন একটি কাভার গান করেছেন ক্রীড়া সংবাদিক ও উপস্থাপক সৌরভ ইমাম। দুই বাংলার জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব গেস্ট গোপালের কথা ও সুরে গানটির মিউজিক করেছেন খ্যাতিমান মিউজিশিয়ান নাফিস ইকবাল। গানটি আপলোড করা হয়েছে সৌরভ ইমামের নিজস্ব ইউটিউব চ্যানেলে। এ ছাড়া তাঁর ফেসবুক পেইজেও গানটি আপলোড দেওয়া হয়েছে।
এরই মধ্যে সংগীতপ্রেমীদের মাঝে গানটি সমাদৃত হয়েছে। ভিন্ন গায়কী আর গ্রামীণ পরিবেশে শুটিং করায় অনেকে গানটি পছন্দ করেছেন বলে জানিয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর তীরে একটি গ্রামে গানটির শুটিং করা হয়। গল্পনির্ভর গানটিতে গুরু চরিত্রে মডেল ছিলেন বাংলাদেশে ব্যাডমিন্টনের উজ্জ্বল তারকা এনায়েত হোসেন। এ গানের মধ্য দিয়ে একাধিকবার জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন। এ ছাড়া দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হুমায়ুন কাবেরী এবং এটিএন মিউজিকের প্রোডিউসার জলি প্রধান।
গানটি প্রসঙ্গে সৌরভ ইমাম জানান, ভালো লাগা থেকে গানটি করেছি। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। সামনে আরো কিছু কাভার গান করবেন বলেও জানান তিনি। এ ছাড়া নিজের লেখা কিশোরী শিরোনামে একটি গান করবেন বলেও জানান সৌরভ। গত বছর বেঙ্গল টাইগার শিরোনামে সৌরভের একটি গান ব্যাপক প্রশংসিত হয়েছিল। গানটি একাধিক চ্যানেলে প্রচারিত হয়। বর্তমানে একুশে টেলিভিশনে সাংবাদিকতার পাশাপাশি, উপস্থাপনা ও ইভেন্ট ম্যানেজম্যান্টের সঙ্গে জড়িত রয়েছেন সৌরভ ইমাম।