এই দিন সেই সময়ে শচীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/15/photo-1542290741.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেকের দিনটি আবারও ফিরে এসেছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জীবনে। ঠিক ২৯ বছর আগে আজকের দিনেই পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে অভিষিক্ত হয়েছিলেন লিটল মাস্টার। অবশ্য করাচিতে সেই টেস্টে অভিষিক্ত হয়েছিলেন আরেক পাকিস্তানি কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুস, মাত্র ১৭ বছর বয়সে। অভিষেকের দিনের সেই আবেগ টুইট করে জানিয়েছেন টেন্ডুলকার। এমনকি এই দিনে অভিষিক্ত দুজনকে অভিনন্দন জানিয়ে আইসিসির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে।
অভিষেকের স্মৃতি নিয়ে শচীন টুইট করেছেন, ‘প্রতি বছরের এই দিনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার প্রথম দিনের অনেক স্মৃতি মনে পড়ে। ২৪ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করে খেলা অনেক গর্বের একটি বিষয়।’ অবশ্য এই ১৫ নভেম্বর স্মরণীয় ওয়াকার ইউনুসের জন্যও। কারণ, অভিষেক টেস্টেই প্রথম ইনিংসে মাত্র ১৫ রান করে ওয়াকার ইউনুসের বলেই বোল্ড আউট হয়েছিলেন তিনি।
আইসিসি আনুষ্ঠানিকভাবে টুইট করে জানিয়েছে, ‘১৯৮৯ সালের এই দিনে শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনুস যথাক্রমে ১৬ এবং ১৭ বছর বয়সে করাচি টেস্টে অভিষিক্ত হন। ক্রিকেটের সত্যিকারের দুজন কিংবদন্তি।’
অবশ্য শচীনের এই দিনটি মনে থাকার আরো কারণ রয়েছে। কারণ, দৈবচক্রে ২০১৩ সালের ঠিক আজকের দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্টে ব্যাট করতে তাঁর ঘরের মাঠ মুম্বাইয়ে নেমেছিলেন তিনি। শেষ টেস্টে নরসিংহ দোনারিনের বলে আউট হওয়ার আগে তিনি ৭৪ রান করেছিলেন। অভিষেক টেস্ট ড্র হলেও টেন্ডুলকারের বিদায়ী টেস্টে অবশ্য ভারত ১২৬ রান ব্যবধানে জিতেছিল এক ইনিংস হাতে রেখেই।
২০০ টেস্ট খেলে ক্রিকেট ঈশ্বর শচীন ৫৩.৭৮ গড়ে ১৫ হাজার ৯২১ রান করেছিলেন। টেস্টে তাঁর ৫১টি শতক এবং ৬৮টি অর্ধশতক রয়েছে। এ ছাড়া ওয়ানডেতে তিনি ৪৬৩ ম্যাচ খেলে ১৮ হাজার ৪২৬ রান করেছেন। এই ফরম্যাটে তাঁর গড় রান ৪৪.৮৩ এবং শতক রয়েছে ৪৯টি।