স্পর্শকাতর বিষয়ে খেলোয়াড়দের মুখ খুলতে নিষেধ মিয়াঁদাদের

Looks like you've blocked notifications!

কোনো রাজনৈতিক বা স্পর্শকাতর বিষয়ে সাংঘর্ষিক মন্তব্য না করতে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। কাশ্মীর ইস্যুতে শহিদ আফ্রিদি মন্তব্য করার পরেই এমন পরামর্শ দেন তিনি।

পাকিস্তানের হয়ে ১২০টির বেশি টেস্ট খেলা মিয়াঁদাদ বলেন, ‘আমি বলব, আফ্রিদি যা বলেছে, তা উপযুক্ত ছিল না এবং এগুলো এড়িয়ে যাওয়া উচিত। রাজনৈতিক ও স্পর্শকাতর বিষয়ে ক্রিকেটারদের মন্তব্য না করাই ভালো। সবচেয়ে ভালো হয় তারা অবসর পর্যন্ত ক্রিকেটে মনোনিবেশ করুক এবং পরে নতুন কোনো পেশা বেছে নিতে পারে।’

গত বুধবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে আফ্রিদিকে কাশ্মীর ইস্যুতে কথা বলতে দেখা গেছে। কাশ্মীর ইস্যুতে আফ্রিদি বলেছিলেন, ‘কাশ্মীর একটি অমীমাংসিত বিরোধ এবং অমানবিকভাবে ভারতীয় নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের সমাধানপত্র অনুসারে এ সমস্যা মেটানো উচিত। আমিসহ সব পাকিস্তানি কাশ্মীরি মুক্তির সংগ্রামকে সমর্থন করছি। কাশ্মীর পাকিস্তানের।’

তবে তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে আফ্রিদি বলেন, ‘আমার মন্তব্যের অপব্যাখ্যা করেছে ভারতীয় গণমাধ্যম। আমি দেশকে ভালোবাসি এবং কাশ্মীরিদের সংগ্রামকে সম্মান করি। মানবতার জয় অবশ্যম্ভাবী এবং তাঁদের অধিকার পাওয়া উচিত।’

মন্তব্য করে সমালোচনার শিকার হওয়া আফ্রিদির জন্য নতুন নয়। কিছুদিন আগেও ফিক্সিং ইস্যুতে মন্তব্য করে মিয়াঁদাদের বিরাগভাজন হয়েছিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার।