কোহলিকে ‘শিক্ষা’ দিতে বললেন ডু প্লেসি

Looks like you've blocked notifications!

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার শীতল সম্পর্ক চলছে অনেক দিন ধরেই। এমনকি গত বছর বেঙ্গালুরু টেস্টেও অসি অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে কথাকাটাকাটি হয়েছিল বিরাট কোহলির। তবে ভারতের চলমান অস্ট্রেলিয়া সফরে কোহলির সঙ্গে বিবাদে না জড়িয়ে তাঁকে নীরবে শিক্ষা দেওয়ার কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। বছরের শুরুতেই যখন কোহলির দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল, তখন এভাবেই তাঁকে শিক্ষা দিয়েছিলেন এই প্রোটিয়া অধিনায়ক।

ডু প্লেসি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন মানুষ আছে, যারা বিবাদ পছন্দ করে। আমার মনে হয়, যখন আমরা বিরাট কোহলির মতো কারো বিপক্ষে খেলি, তখন তারা বিবাদে জড়াতে চায়। বিশ্বের প্রতিটি দলেই এমন দু-একজন খেলোয়াড় আছে, যাদের বিপক্ষে মাঠে নামার আগে আমরা দলের মধ্যে আলোচনা করি। আমরা তখন তাকে কিছু না বলারই সিদ্ধান্ত নিই, কারণ কিছু বললে তারা আর থামবে না।’

ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। তবে সেই তিন টেস্টে গড়ে ৪৭.৬৬ রান নিয়ে মোট ২৮৬ রান করেছিলেন কোহলি, যা সেই সিরিজের একক সর্বোচ্চ রান। অবশ্য সারা বছর ধরেই ফর্মে আছেন কোহলি। বিশ্বের সেরা এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে একাই ৫৯৩ রান করেছিলেন। এমনকি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে শতক পেয়েছেন তিনি। এই ব্যাপারে প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। তাঁকে নীরবে শিক্ষা দেওয়ার পরেও সে দক্ষিণ আফ্রিকায় রান পেয়েছেন। তবে আমাদের কাছে এটাকে খুব বেশি রান মনে হয়নি। ধীর উইকেটেও সে সেঞ্চুরিয়নে শতক পেয়েছে। তাই সবার নিজের কাজে মনোনিবেশ করা উচিত। এটাই নীরব শিক্ষা।’

২০০৮ সালে মাঙ্কিগেট ঘটনায় হরভজন সিং অভিযুক্ত হওয়ার পর ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক শীতল হতে শুরু করে। সাম্প্রতিক সময়ের বেঙ্গালুরু টেস্টেও এমন ঘটনা দেখেছে ভক্তরা। তবে বিবাদে না জড়িয়েই কোহলিকে শিক্ষা দেওয়ার পরামর্শ হয়তো আমলে নিতে চাইবে স্বাগতিকরা।