বাংলাদেশের সামনে দারুণ সুযোগ
আগামীকাল চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজ টেস্ট। কিছুদিন আগেই শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজ ড্রয়ের ফলে বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। তবে র্যাঙ্কিং টেবিলের ঠিক আগের দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে জয়লাভ করলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। এমনকি একটি জয় এবং একটি টেস্ট ড্রয়ে ১-০ ব্যবধানে জিততে পারলেও র্যাঙ্কিংয়ের অষ্টম দলে উঠে আসবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট ৭৬, বাংলাদেশের ৬৭। মাত্র ৯ পয়েন্ট পেছনে থাকা বাংলাদেশের জন্য সহজ সমীকরণ অপেক্ষা করছে এই টেস্ট সিরিজে। ১-০ ব্যবধানে সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৭২, বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৩। এমনকি ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেও রেটিং পয়েন্ট হবে যথাক্রমে ৭১ ও ৭৫। ফলে র্যাঙ্কিং টেবিলে একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। অবশ্য এর আগেও একবার অষ্টম অবস্থানে ছিল বাংলাদেশ।
টেস্ট অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘আমাদের অবস্থান খুব কাছাকাছি। ওরা নিজেদের মাঠে যেমন ভালো খেলেছে, স্বাভাবিকভাবে আমরাও ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামব। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। পুরো দলই ওদের বিপক্ষে আত্মবিশ্বাসী। দুই দলের র্যাঙ্কিং কাছাকাছি, আট-নয়ে হওয়ায় সিরিজটি গুরুত্বপূর্ণ।’
তবে সিরিজে ড্র করলে লাভ হবে না বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে নয়েই অবস্থান করতে হবে টাইগারদের। সিরিজে ২-০ ব্যবধানে হেরে বসলে রেটিং পয়েন্ট ব্যবধান ৯ থেকে ১৯ হয়ে যাবে। তখন অবশ্য বিপদেই পড়তে হবে বাংলাদেশকে।