তামিমকে ছুঁয়ে ফেললেন মুমিনুল
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হক। ওয়ানডে দলে খুব বেশি না দেখা গেলেও টেস্টে নিজের জাত চিনিয়েছেন তিনি। কিছুদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত একটি ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আরো একটি চমৎকার শতক তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
গ্যাব্রিয়েলের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৬৭ বল খেলে ১০টি চার এবং একমাত্র ছক্কায় মুমিনুল সাজিয়েছিলেন ১২০ রানের ইনিংস। শুরুতেই সৌম্য সরকার আউট হয়ে যাওয়ায় ক্রিজে থাকা ইমরুল কায়েসকে নিয়ে প্রাথমিকভাবে বিপর্যয় সামলেছেন তিনি। শুধু তাই নয়, এই শতকের সুবাদে টেস্টে আরেক বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ছুঁয়ে ফেলেছেন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে আটটি করে শতক এখন তামিম এবং মুমিনুলের।
অবশ্য একই ভেন্যুতে সর্বোচ্চ শতকের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন মুমিনুল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে যেন নিজের সেরা ভেন্যুতে পরিণত করেছেন তিনি। কারণ, তাঁর ক্যারিয়ারের আটটি শতকের ৬টি শতক যে এই মাঠেই! কক্সবাজারের এই ক্রিকেটার ঘরের মাঠে নিজের চেনা রূপে জ্বলে উঠেছেন বারবার।
তবে মুমিনুল আউট হওয়ার পরেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট হিসেবে মুমিনুল আউট হওয়ার পর মাত্র ১৩ রানের মধ্যে আউট হয়েছেন আরো তিন ব্যাটসম্যান। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ এবং ইনজুরি থেকে সেরে ওঠা অধিনায়ক সাকিব আল হাসান আউট হওয়ার পর বড় রকমের বিপর্যয়ে পড়ে টাইগাররা।
ব্যাটসম্যান হিসেবে মুমিনুল নিজের দায়িত্ব পালন করেছেন বেশ ভালোভাবেই। এখন দল হিসেবে বাংলাদেশ এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে কীভাবে আটকে রাখতে পারে, সেদিকেই আগ্রহ থাকবে ভক্তদের।