শারাপোভার জীবনে আবার চোটের হতাশা

Looks like you've blocked notifications!
চোটের কারণে খেলার মাঝপথেই কোর্ট ছাড়তে বাধ্য হয়েছেন মারিয়া শারাপোভা। ছবি : রয়টার্স

পায়ের চোট থেকে সেরে উঠে প্রায় তিন মাস পর কোর্টে ফিরেছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু একটা পুরো ম্যাচও খেলতে পারেননি রাশিয়ার টেনিস-সুন্দরী। চীনের উহান ওপেনের প্রথম রাউন্ডে খেলার মাঝপথেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি। চেক প্রজাতন্ত্রের বার্বোরা স্ত্রিচোভার বিপক্ষে ৭-৬, ৬-৭, ২-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় হাতের চোটের কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। 

জুলাইয়ের শুরুতে সেরেনা উইলিয়ামসের কাছে উইম্বলডনের সেমিফাইনালে হেরে যাওয়ার পর থেকে কোর্টের বাইরে ছিলেন শারাপোভা। টরন্টো আর সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, খেলতে পারেননি বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেও। চোট কাটিয়ে অনেক আশা নিয়ে শুরু করেছিলেন উহান ওপেন। কিন্তু আবার চোটের কবলে পড়ে ভীষণ হতাশ ২৮ বছর বয়সী এই তারকা, ‘খেলা চলার সময়ই বাঁ হাতে ব্যথা অনুভব করছিলাম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। সর্বশেষ কবে খেলার মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলাম তা মনে করতে পারছি না। অনুভূতিটা নিশ্চয়ই ভালো নয়।’

নতুন চোটের কারণে অক্টোবরের শেষ দিকে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ডব্লিউটিএ ফাইনালস এবং নভেম্বরের মাঝামাঝি চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফেড কাপের ফাইনালে শারাপোভার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাঁচটি গ্র্যান্ড স্লাম বিজয়ী অবশ্য এই দুই প্রতিযোগিতায় খেলতে বদ্ধপরিকর, ‘আমি অবশ্যই সিঙ্গাপুরের টুর্নামেন্ট আর ফেড কাপকে অগ্রাধিকার দিচ্ছি। এই দুটো টুর্নামেন্টে খেলার মতো সুস্থ হয়ে উঠতে যথাসাধ্য চেষ্টা করব।’