আগামী বিশ্বকাপ পর্যন্ত থাকছেন যোশি

Looks like you've blocked notifications!

ভারতীয় সাবেক বাঁহাতি স্পিনার সুনীল যোশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন পরামর্শক হিসেবে আগামী বিশ্বকাপ ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়া এই পরামর্শকের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি গতকাল চট্টগ্রাম টেস্ট শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের পর গতকাল যোশি বলেন, ‘এটা দারুণ সুযোগ। আমার ওপর বিশ্বাস রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। বছরের শুরু দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে জয়, এশিয়া কাপে ভারতের কাছে সামান্য ব্যবধানে হারা-সবকিছু মিলিয়ে দারুণ ইতিবাচক ভাব আছে দলের মধ্যে। এখানে অনেক কিছুই ইতিবাচক। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার পর খেলোয়াড়রা নিজেদের বিশ্বাস করতে শুরু করেছে এবং রানের ছন্দে ফিরেছে। তারা এখন বড় দলগুলোকে জায়গা ছেড়ে না দিয়ে লাল ও সাদা বলের খেলায় লড়াই করে, যা আমার জন্যও অনুপ্রেরণাদায়ক।’

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ওমান দলের স্পিন কোচ ছিলেন যোশি। এরপর বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন তিনি। বোলিং আক্রমণে স্পিনারদের আধিপত্য বাড়ানোর জন্যও কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যোশি। তিনি বলেন, ‘বোর্ড প্রতিভা অন্বেষণের ব্যাপারটিতে সাঁয় দিয়েছে। আমরা কিছু রহস্যময় স্পিনার খুঁজছি। রহস্যময়, বাঁহাতি, ডানহাতি, রিস্ট- যেকোনো ধরনের স্পিনার। আমার কাছে সাদা বলের ক্রিকেট মানেই চাপ দিয়ে রাখা। বিশেষত পাওয়ার প্লে রাউন্ডে যখন ব্যাটসম্যানরা বাউন্ডারি দিয়ে রান তুলতে চেষ্টা করে, তখন উইকেট নিতে হবে এবং সেই সুযোগও তৈরি করতে হবে। সীমিত ফিল্ডার বাউন্ডারিতে থাকা অবস্থায় কিছু উইকেট পেলে ব্যাটিংয়ে থাকা দল চাপে পড়ে এবং এরপর মেডেন ওভার বা উইকেট পাওয়া সোজা হয়।’

বাংলাদেশের বোলিং আক্রমণ বরাবরই স্পিননির্ভর। পেস বোলিং পরামর্শক কোর্টনি ওয়ালশের সঙ্গে কাজ করে যোশি দুর্দান্ত একটি বোলিং আক্রমণভাগ তৈরি করে দিতে পারেন কি না, সেদিকেই নজর থাকবে নির্বাচকদের।