চট্টগ্রামের উইকেটে সমস্যা দেখছেন না রোডস
প্রথম টেস্টে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। তবে অধিকাংশ উইকেট স্পিনাররা পাওয়ায় প্রশ্ন উঠেছে পিচের বাড়তি সুবিধা নিয়ে। এমন প্রশ্নের উত্তরে ঠোঁটকাটা জবাব দিয়েছেন কোচ স্টিভ রোডস। টার্নিং উইকেট তৈরি করা ভারতীয় উপমহাদেশে নতুন কিছু নয় বলেই মন্তব্য করেছেন তিনি।
সদ্য সমাপ্ত টেস্টে ৪০ উইকেটের মধ্যে ৩৪টিই পেয়েছে স্পিনাররা। অথচ গত জুলাইয়ে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে একটি ইনিংস না হওয়ায় ৩০ উইকেটের মধ্যে ২৪টিই পেয়েছিল পেসাররা। তাই উইকেটের প্রশ্নে রোডস বলেন, ‘উপমহাদেশে টার্নিং উইকেট কোনো আশ্চর্যের বিষয় নয়। কলম্বোতেও শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ টার্নিং উইকেটে হচ্ছে। এটা শুধুই আরেকটি ধরনের উইকেট। অ্যান্টিগুয়া টেস্টে দেখুন, সবুজ এবং বাউন্সি উইকেট বানানো হয়েছিল, যেখানে ডিউক বল অসাধারণ সুইং করেছে। ওটাও সম্পূর্ণ আলাদা ছিল।’
অবশ্য বিভিন্ন ধরনের উইকেটকে ক্রিকেটের বৈচিত্র্য হিসেবে ভাবছেন রোডস। তিনি বলেন, ‘অসাধারণ এই খেলার অনেক উপায় আছে। বাংলাদেশে এমন উইকেটে খেলতে এসে চিন্তায় পড়ে গেলে পাল্টা আক্রমণাত্মক খেলতে হবে। কিছুটা তাড়াহুড়োর মতো মনে হলেও এটাই দলের ভার কমিয়ে দিতে পারে। শিমরন হেটমায়ারের ইনিংস মজার ছিল। দ্বিতীয় ইনিংসে তাঁকে আউট হতে দেখে আমি স্বস্তি পেয়েছি। আর ঘণ্টাখানেক সে মাঠে থাকলে বিপদ হতে পারত। এমনকি মুমিনুল প্রথম দিনে টার্নিং উইকেটেই অসাধারণ খেলেছে। তাই রান করা সম্ভব ছিল।’
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। সেখানে কেমন উইকেট হবে, তা নিয়েও জল্পনা-কলনা শুরু হয়েছে অনেক আগে থেকেই। তবে খেলোয়াড়রা কেমন করে, সেটিই মূল বিষয় বলে মনে করেন রোডস।