অনুশীলনে চোট পেলেন মুশফিক
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ জয়ে ড্র হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেদের খুঁজে পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে ৬৪ রানে হারিয়ে এখন হোয়াইটওয়াশের দিকে নজর টাইগারদের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে চোট থেকে ফিরেই জয় এনে দিয়েছেন দলকে। তবে চোটের কারণে খেলোয়াড়দের দুর্দশা যেন পিছু ছাড়ছে না। চোট থেকে সেরে ওঠার সময় অনুশীলন চলাকালীন আবারও চোট পেয়ে দলে ফিরতে পারেননি ড্যাশিং বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এবার চোটে পড়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। আজ বুধবার মিরপুরে অনুশীলন চলাকালীন আঙুলে চোট পেয়েছেন তিনি। অবশ্য বিপদের আশঙ্কা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ।
কিছুদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে নিজের রেকর্ড নিজেই ভেঙে দ্বিশতক পেয়েছেন মুশফিক। এমনকি দুঃসময়ে দলের কাণ্ডারিও এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তেমন একটা জ্বলে উঠতে পারেননি তিনি। অবশ্য উইকেটের পেছনে সেই চিরচেনা প্রাণবন্ত মুশফিককেই দেখা গেছে। ঢাকা টেস্টে আরো ভালো করার জন্য নিয়মিত অনুশীলন করছেন মুশফিক। আজ ফিল্ডিং অনুশীলনের পর ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ একটি বল ডান হাতের বুড়ো আঙুলে লাগলে ব্যথা পান তিনি। পরে ব্যাটিং না করেই ফিরে যান ড্রেসিংরুমে।
তবে দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যায় বিসিবি কর্তৃপক্ষ। এক্স-রে রিপোর্ট স্বস্তি এনেছে বাংলাদেশ দলে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। কোনো ফ্র্যাকচার ধরা না পড়ায় দ্বিতীয় টেস্টের জন্য মুশফিককে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
আগামী ৩০ নভেম্বর, শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন টেস্টে সফরকারীদের বিপক্ষে ড্র কিংবা জয়লাভ করলেই র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠে আসবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ নেমে নবম স্থানে আসবে।