গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে বার্সেলোনা
স্প্যানিশ লিগ বা চ্যাম্পিয়নস লিগ, সবখানেই বার্সেলোনা ছুটছে দুর্দান্ত গতিতে। এবার চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে কাতালানরা।
অবশ্য ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। তবে আইন্দহোভেন প্রথম ৪৫ মিনিটে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও।
দ্বিতীয়ার্ধে অবশ্য বার্সেলোনা প্রথম সুযোগ থেকেই গোল আদায় করে নেয়। ৬১ মিনিটে দলটিকে এগিয়ে দেন লিওনেল মেসি। উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে বাঁ পায়ের চমৎকার শটে লক্ষ্যভেদ করেন তিনি।
নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সেলোনা। ৭০ মিনিটে মেসির অসাধারণ ফ্রিকিক থেকে জেরার্ড পিকে পা ছোঁয়ালেই বল ঠিকানা খুঁজে পায় জালে।
তবে ৮২ মিনিটে ডি ইয়ংয়ের গোলে আইন্দহোভেন ব্যবধান কিছুটা কমালেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা। এর আগে প্রথম লেগে এই দলটিকেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।