ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের স্বস্তির জয়
সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে ভালোই খেলছে রিয়াল মাদ্রিদ। নিশ্চিত করেছে শেষ ষোলোতে খেলা। তারা সে ধারাবাহিকতা ধরে রেখেছে লা লিগায়ও। নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে।
গতকাল শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল প্রথমে এগিয়ে যায় আত্মঘাতী গোলে। দলটির ব্যবধান দ্বিগুণ করা গোলটি এনে দেন লুকাস ভাসকেস।
ম্যাচের অষ্টম মিনিটে রিয়াল এগিয়ে যায়। ডি-বক্সের মধ্যে একটি বল হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ডেনমার্কের মিডফিল্ডার ড্যানিয়েল ভাস।
৮৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার পাসে চমৎকার প্লেসিং শটে বল জালে পাঠান ভাসকেস।
এই জয়ের সুবাদে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল। আসরে এটি তাদের সপ্তম জয়। তারা দুই ম্যাচে ড্র করেছে, বাকি ম্যাচগুলোতে হেরেছে।
অবশ্য গত মৌসুমে দুই দলের লড়াইটি ২-২ গোলে অমীমাংসিত থাকে।
এই কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগে রোমাকে তাদেরই মাঠে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় জায়গা করে নেয় স্প্যানিশ জায়ান্টরা। ফিরতি লেগের ম্যাচে তারা ২-০ গোলে জিতেছিল। এর আগে প্রথম লেগে জিতেছিল ৩-০ গোলে।
তবে এই হারেও নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে রোমা। পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করে তারা। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে শেষ ষোলোতে ওঠে রিয়াল।