টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে ভারত?

ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি ভারত। তবে আগামীকাল থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে সেই সুযোগ পেতে যাচ্ছে তারা। কারণ, অস্ট্রেলিয়া দলে নেই অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বল টেম্পারিং কাণ্ডে মাঠের বাইরে অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ফলে তুলনামূলক দুর্বল অস্ট্রেলিয়াকে মুখোমুখি হতে হবে ভারতের মতো পূর্ণশক্তির দলের বিপক্ষে।
অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় না করতে পারলেও টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবেই মাঠে নামবে ভারত। হানুমা বিহারি ও রোহিত শর্মার মতো অসাধারণ টেস্ট ব্যাটসম্যানদের রাখা হয়েছে দলে। অধিনায়ক বিরাট কোহলি ফর্মে থাকায় বাড়তি সুবিধা পাবে ভারত।
অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন উসমান খাজা, যদিও তাঁর ভাই গ্রেপ্তার হওয়ার ধাক্কা কাটাতে সময় নিয়েছিলেন তিনি। বাদ পড়েছেন অলরাউন্ডার মিচ মার্শ। তাঁর পরিবর্তে ভারতীয় বোলারদের উপর চড়াও হওয়ার জন্য দলে আনা হয়েছে ব্যাটসম্যান ট্রেভিস হেড ও পিটার হ্যান্ডসকম্বকে। ওপেনার হিসেবে অভিষেক হবে মার্কাস হ্যারিসের।
ভারতের ঘোষিত ১২ জনের দলে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দন অশ্বিনের মতো বোলাররা আছেন। অস্ট্রেলিয়া দলেও আছেন মিশেল স্টার্ক, নাথান লায়ন ও প্যাট কামিন্সের মতো বোলাররা। ফলে অ্যাডিলেড টেস্ট ভারত ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।
আগামীকাল টেস্টে নবীন এবং দুর্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে মানসিকভাবে এগিয়ে থাকবে ভারত। সফরকারীরা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় করার ইতিহাস গড়তে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।