দুর্দান্ত জয়ে শেষ ষোলোতে বার্সা
এবারের লা লিগায় নিজেদের সক্ষমতার প্রমাণ প্রথম লেগ থেকেই দিয়ে এসেছে বার্সেলোনা। গতকাল বুধবার ক্যাম্প ন্যুয়ে কালচারাল লিওনেসাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের ফিরতি পর্বেও নিজেদের প্রমাণ করেছে তারা। ফলে শেষ ষোলোতে দাপট দেখিয়ে পা রেখেছে কাতালান ক্লাবটি।
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা নেমেছিল লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককে ছাড়াই। তবে ১৮তম মিনিটে ইভান রাকিটিচের পাসকে গোলে পরিণত করেন মুনির এল হাদ্দাদি। আট মিনিট পরেই আবারও সেই রাকিটিচের পাসকে গোলে পরিণত করে ব্যবধান ২-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেস। ব্রাজিলীয় ফিল্ডার ম্যালকম ৪৩তম মিনিটে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ালে পরের রাউন্ড অনেকটা নিশ্চিত হয়ে যায় বার্সার।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লিওনেসা। ৫৪তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার জোসেফ সেনের গোলে ব্যবধান কমিয়ে ৩-১ গোলে আনেন। তবে ৭০ মিনিটের মাথায় সুয়ারেস আরেকটি গোল করলে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি লিওনেসা। ফলে ৪-১ ব্যবধানেই খেলা শেষ হয়।
লা লিগার শেষ ষোলোতে বার্সেলোনার সঙ্গে আরো পা রেখেছে আতলেটিকো মাদ্রিদ, সেভিলা ও ভিয়ারিয়াল।