শতকের কৃতিত্ব তামিমকে দিলেন সৌম্য
ক্রিকেটের দীর্ঘতম ভার্সন টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেননি সৌম্য সরকার। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের তিন ইনিংসে ব্যাট হাতে মাত্র ৩০ রান করেছেন তিনি। তবে সমালোচকদের এবার জবাব দিয়েছেন এই বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বিসিবি একাদশের হয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে অপরাজিত শতক পেয়েছেন তিনি। ৩৩১ রানের চাপের সময় এমন ক্রিকেট খেলার পেছনে তামিমের প্রভাব স্বীকার করেছেন সৌম্য।
গতকাল বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘আমি নিজের মতো খেলার চেষ্টা করেছি এবং ক্রিজে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছি। শুরুতে এমন কোনো পরিকল্পনা ছিল না। তামিম ভাই ভালো খেলছিলেন এবং প্রতি ওভারে অনেক রান করছিলেন। আমি শুধু তাঁকে সাহায্য করছিলাম এবং বোলারদের বোঝার চেষ্টা করছিলাম। তিনি আমাকে উপদেশ দিয়েছেন, সেভাবেই ব্যাট করে আমি সফল হয়েছি।’
এশিয়া কাপের প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে যাওয়া ড্যাশিং বাঁহাতি ওপেনার তামিম নিজের প্রস্তুতি পরখ করতেই বিসিবি একাদশের হয়ে মাঠে নেমেছিলেন। মাত্র ৭৩ বলে ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন তামিম। সৌম্য এই ব্যাপারে বলেন, ‘নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে তামিম ভাইয়ের আত্মবিশ্বাস দেখে মনে হয়েছে, তাঁকে সাপোর্ট দিয়ে গেলে রান ভালো আসবে। ইনজুরি থেকে ফিরে উনি যেভাবে ব্যাট করেছেন, মনেই হয়নি উনি অনেক দিন মাঠের বাইরে ছিলেন। তামিম ভাই দলের জন্য সব সময়ই অনুপ্রেরণা। তিনি ফর্মে আছেন। তিনি দলে থাকলে রানের ধারা ঠিক রাখা পরবর্তী ব্যাটসম্যানদের জন্য সোজা হয়। তিনি দুর্দান্ত শুরু করেছেন। আশা করছি, সব ম্যাচেই এমন শুরু এনে দেবেন। এটি তাঁর এবং বাংলাদেশ দল—উভয়ের জন্যই ভালো।’
প্রস্তুতি ম্যাচ হলেও ৩৩১ রানের বোঝা কম নয়। সে লক্ষ্যও বিসিবি একাদশ টপকে গিয়েছে ৯ ওভার হাতে থাকতেই। এই রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ করেছে ৩১৪ রান, ৬ উইকেটের বিনিময়ে। অবশ্য ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫১ রানে জয় পেয়েছে বিসিবি একাদশ। এই ব্যাপারে সৌম্য বলেন, ‘আমরা এমন ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে পরের ম্যাচে সহযোগিতা পাব। প্রস্তুতি ম্যাচেই তিনশর বেশি রান আমরা ৯ ওভার হাতে রেখে তাড়া করেছি। এভাবে মূল ম্যাচে শুরু করতে পারলে ৩০০ রান করা খুব কঠিন হবে না।’
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে দিয়ে ফিরছেন তামিম ইকবালও। এমনকি প্রস্তুতি ম্যাচেই জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রা নিজেদের ফর্মে থাকার প্রমাণ দিয়েছেন। মূল ম্যাচে সৌম্যদের কাজ তামিম কতটা সোজা করবেন, সেটি মাঠেই দেখা যাবে।