তিন পেসারে আস্থা মাশরাফির

Looks like you've blocked notifications!

দেশের মাটিতে টেস্ট সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ম্যাচ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। এমনকি গত বৃহস্পতিবার বিকেএসপি মাঠে ওয়ানডে সিরিজের আগের একমাত্র প্রস্তুতি ম্যাচেও ৩৩১ রান তাড়া করে জয় পেয়েছে তারা। তাই আগামীকাল রোববার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বেশ উজ্জীবিত থাকবে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজেও জয়ের জন্যই মাঠে নামতে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দিবারাত্রির ম্যাচ হওয়ায় বিকেলে শিশিরের প্রভাব নিয়ে ভেবেছেন অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘শিশির থাকলে কতটা প্রভাব পড়বে, সেটি ভাবতে হবে। দিবা-রাত্রির ম্যাচে শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ। স্পিনাররা কতটুকু সাহায্য পাবে, সেটিও দেখতে হবে।’

অবশ্য পিচের অবস্থা বুঝে বোলিং আক্রমণেও পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন মাশরাফি। গত টেস্ট ম্যাচে কোনো পেসার না খেলিয়েও ইনিংস এবং রান ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।  ফরম্যাটের ভিন্নতায় বোলিংয়ে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, ‘আমাদের পেসাররা ২০১৫ সাল থেকে ছন্দে আছে। ম্যাচে তিন থেকে চারজন পেসারও খেলেছে। টেস্টের ওপর নির্ভর করে ওয়ানডে দল সাজানো যাবে না। তিনজন পেসার খেলানোর ব্যাপারে আমরা নিশ্চিত।’

উইকেট ফ্ল্যাট হওয়ার ইঙ্গিত দিয়ে পেসারদের সাফল্যের কথা জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘৪০ ওভার পর্যন্ত ওয়ানডেতে পাওয়ার প্লে থাকায় স্পিন খেলা সোজা। পেসে একটি জায়গা আটকে বল করা সম্ভব। ওয়ানডেতে সবাই শট খেলে, রান চায়। সাকিব, মিরাজ, অপুরা ভালো বল করছে। তবে ফ্ল্যাট উইকেটে পেসারদের উইকেট প্রাপ্তিও বেশি।’