হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন মিরাজ

Looks like you've blocked notifications!

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর প্রথম ওয়ানডেতেও হারিয়ে জয়ের ছন্দে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর ম্যাচে শাই হোপের অপরাজিত ১৪৬ বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ওয়ানডেকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই আগামী শুক্রবার, ১৪ ডিসেম্বর সিলেটে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে চান তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আজ বুধবার মিরাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা ভালোভাবে শুরু করতে পারলেও শেষটা ঠিকমতো করতে পারিনি। আমরা মোটামুটি ২০ রানের মতো কম করেছিলাম, করতে পারলে ভালো হতো। তবে আমরা সিরিজ থেকে ছিটকে যাইনি। শেষ ম্যাচ আমাদের জন্য জয় অনিবার্য। যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তখনই আমরা ঘুরে দাঁড়িয়েছি। ওয়েস্ট ইন্ডিজেও আমরা শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিলাম। তাই শেষ ম্যাচে আমাদের সুযোগকে কাজে লাগিয়ে আমরা শক্তভাবে খেলায় ফিরতে চাই।’

অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা শেষের ওভারগুলোয় পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি, বিশেষত পেস বোলারদের। এই ব্যাপারে উন্নতি করতে পারলে আমরা লাভবান হবো। আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলছে, তাঁদের শুধু ধারাবাহিকতা রাখতে হবে।’

শাই হোপকে কৃতিত্ব দিচ্ছেন মিরাজও। তবে ক্যাচ ছাড়ার মহড়া সিলেটে দেখাতে চাননা বলে মন্তব্য করেন তিনি। মিরাজ বলেন, ‘শাই হোপ গত ম্যাচে অসাধারণ খেলেছে। সে কোনো সুযোগই দেয়নি। তাঁকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা কিছু জায়গায় খারাপ করেছি, ওরা ভালো খেলেছে বলেই জিতেছে। ক্যাচ মিস করা ম্যাচের অংশ। আমরা দুর্দান্ত কিছু ক্যাচও নিয়েছি। কখনো কখনো বুঝতে না পারার কারণে হাত ফসকে গেলেও আমরা পরের ম্যাচে ভালো খেলার ব্যাপারে আশাবাদী।’

দ্বিতীয় ওয়ানডে জয়ের ছন্দে থাকা বাংলাদেশকে শিখিয়েছে অনেক কিছুই। তবে মিরাজের দল সিরিজ জয় করতে নিজেদের উজাড় করে খেলবেন কিনা, সেটি সিলেটেই দেখা যাবে।