মস্কোয় বিধ্বস্ত রিয়াল

Looks like you've blocked notifications!

শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তাই চ্যাম্পিয়নস লিগ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে এমন ম্যাচে হারের লজ্জায় পড়তে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।  

গতকাল বুধবার রাতে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো ৩-০ গোলে হারিয়ে দিয়েছে তাদের। নিজেদের মাঠে ইউরোপের এই টুর্নামেন্টে এর আগে এত বড় ব্যবধানে হারেনি তারা। এর আগে প্রথম লেগেও এই মস্কোর কাছে হেরেছিল রিয়াল, ১-০ গোলে।

নকআউট পর্বে খেলা নিশ্চিত করায় রিয়াল এই ম্যাচে নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। তাই হয়তো এত বড় ব্যবধানে হারের লজ্জা পেতে হয়েছে তাদের। 

ম্যাচে ৩৭ মিনিটে এগিয়ে যায় মস্কো রাশিয়ার ফরোয়ার্ড ফিওদোর চালোভের গোলে (১-০)। প্রথমার্ধের দুই মিনিট বাকি থাকতে আরো একটি গোলের দেখা পায় রাশান ক্লাবটি। ৪৩ মিনিটে চমৎকার ভলিতে রাশিয়ান এই ডিফেন্ডার শেনিকভ বল জালে জড়ান (২-০)।

৭৩ মিনিটে ব্যবধান আরো বড় করে মস্কো। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আইসল্যান্ডের মিডফিল্ডার সিগুর্দসন।

এই হারেও ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে ওঠে রিয়াল মাদ্রিদ।