নতুন কীর্তিতে হাবিবুলকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

Looks like you've blocked notifications!

আগের ম্যাচে খেলতে নেমেই হাবিবুল বাশারের সর্বোচ্চ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার কীর্তিতে ভাগ বসিয়েছিলেন। এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাঁকেও ছাড়িয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

হাবিবুল ৬৯ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে মাশরাফি হাবিবুলকে ছাড়িয়ে গেছেন।

মাশরাফি এর আগে ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ ৩৯ জয় এনে দিয়েছেন দেশকে। হাবিবুলের নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছিল ২৯ ম্যাচে। আর সাকিব আল হাসানের অধিনায়কত্বে বাংলাদেশ ৫০ ম্যাচ খেলে জিতেছে ২৩টিতে।

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। ইনজুরির সঙ্গে যুদ্ধ করা এই ক্রিকেটার এখন পর্যন্ত ২০২টি ওয়ানডে, ৩৬টি টেস্ট ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ বেশ কিছু সাফল্য পেয়েছে। ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দলকে সিরিজ হারিয়েছে। এ ছাড়া বিশ্বকাপ, এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ কিছু অর্জন নিজেদের ঝুলিতে নিয়েছে বাংলাদেশ এই নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বেই।