টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয় দলে লুইস
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে দারুণ লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ওয়ানডে চলাকালীন সময়েই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। কিছুদিন আগেই ভারত সফরে ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে না থাকা এভিন লুইসও রয়েছেন এই দলে।
দলে লুইসের ফেরার ব্যাপারে ক্যারিবীয়দের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ‘উইন্ডিজ ক্রিকেটের প্রতি সে আরো প্রতিজ্ঞাবদ্ধ হবে বলে আশা করি।’ অবশ্য ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি কিংবা শীতল সম্পর্ক, সব মিলিয়ে অনেক খেলোয়াড়ই দীর্ঘদিন খেলেননি মূল দলে। পরবর্তীতে ইনজুরি পিছিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ভারত সফরেই ইনজুরিতে পড়েছিলেন ওবেড ম্যাককয় এবং কাইরন পোলার্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হাঁটুর ইনজুরিতে পড়া আন্দ্রে রাসেল এবং কাঁধের ইনজুরি সারানোর জন্য বিশ্রামে থাকা অ্যাশলি নার্স ফেরেননি দলে। তাই লুইসের সঙ্গে দলে ফিরেছেন কেসরিক উইলিয়ামস এবং শেলডন কর্টেল। অবশ্য অভিষেকের অপেক্ষায় আছেন ২০ বছর বয়সী শেরফেন রাদারফোর্ড, যিনি উইন্ডিজ ‘বি’ দলের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আট ম্যাচেই করেছেন ২৩০ রান। ভারত সফরে নাম থাকলেও অভিষেক হয়নি শেরফেনের।
আগামী ১৭ ডিসেম্বর, সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেটে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।