দলের উন্নতিতে দারুণ খুশি মাশরাফি
বিগত এক বছরে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের অভূতপূর্ব উন্নতি হয়েছে। বছরের শেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে ওয়ানডে ফরম্যাটে শতকরা ৬৫ ভাগ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন উন্নতিতে খুশি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এই বছরে আর কোনো ওয়ানডে সিরিজ খেলবে না বাংলাদেশ। তবে আগামী বছর নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। এই ব্যাপারে মাশরাফি বলেন, ‘১২টির মধ্যে আটটি সিরিজে জয় প্রমাণ করে, আমরা উন্নতি করেছি এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি। সামনে নিউজিল্যান্ড সিরিজ আসছে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, গতবার আমরা তাঁদের কাছে হেরেছিলাম। আমাদের দলটি এবার আরো ভারসাম্যপূর্ণ, আমরা সেখানে ভালো করার ব্যাপারে আশাবাদী।’
ওয়ানডেতে ২৫০ উইকেট তো বটেই, দলীয় অধিনায়ক হিসেবেও দুর্দান্ত মাশরাফি। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে যোগদান তাঁর ভবিষ্যত নিয়ে অনেক প্রশ্ন দাঁড় করিয়েছে। তবে আগামী বছরের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান তিনি। মাশরাফি বলেন, ‘২০১১ সাল থেকেই মাঠে নামার আগে আমি নিজেকে প্রশ্ন করি, যদি আরেকবার হাঁটুতে ইনজুরিতে পড়ি এবং এটাই আমার শেষ ম্যাচ হয়? তাই সত্যি বলতে, শেষ ম্যাচ নিয়ে বেশি কিছু ভাবিনি। সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, যেগুলোর মুখোমুখি হওয়ার জন্য আমি আরো পরিপূর্ণ হতে চাই। আগামী বিশ্বকাপে দলের শেষ ম্যাচের পরই আমি কী করব সে বিষয়ে ভাবব।’
তবে ভবিষ্যৎ নিয়ে না ভাবলেও ওয়ানডে ক্রিকেটে দলের উন্নতিতে মাশরাফি কতটা আশাবাদী, সেটি তাঁর বক্তব্যেই স্পষ্ট।