মুমিনুলের ছয় রানের আক্ষেপ

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি মুমিনুল হক। তবে দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন টেস্ট দলের চেনা মুখ মুমিনুল। তাঁর ব্যাটে ভর করেই উত্তরাঞ্চলকে ৪৫২ রানের টার্গেট দিয়েছিল পশ্চিমাঞ্চল। তবে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়েছে।
চারদিনের ম্যাচে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা পশ্চিমাঞ্চল মোহাম্মদ আশরাফুল এবং রনি তালুকদারের দুর্দান্ত দুটি শতকের উপর ভর করে ৪৬৬ রান করে। জবাবে নাঈম ইসলামের শতকে ভর করে উত্তরাঞ্চল করে ৩৭৭ রান। এরপর তৃতীয় দিন এবং চতুর্থ দিন ব্যাটিং প্রদর্শনী যেন মুমিনুলের নামেই লেখা ছিল। সর্বমোট ২৮১ মিনিট ক্রিজে থেকে ১৯০ বল খেলে ১৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তানবির হায়দারের বলে ক্যাচ আউট হওয়ার আগে ইনিংসটি ২৩টি চার এবং ৩টি ছক্কায় সাজিয়েছিলেন মুমিনুল। আরেকটি দ্বিশতক থেকে মাত্র ৬ রান দূরে থাকতেই ইবাদাতের হাতে তালুবন্দী হন তিনি। ফলে ৪ উইকেট হারিয়ে ৩৬২ রান করেই ইনিংস ঘোষণা করে পশ্চিমাঞ্চল। অবশ্য ফলাফল অবধারিতভাবে ড্র হয়েছে। ১৬ ওভারে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা ১১৬ রান করেছেন।
টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল বিসিএলে নিজেকে আবারো প্রমাণ করেছেন ব্যাট হাতে। জাতীয় দলেও এমন চিরচেনা মুমিনুলকেই চাইবেন ভক্তরা।