ব্যাটসম্যানদের কোনো ছকে আটকাতে চান না রোডস

Looks like you've blocked notifications!

সাম্প্রতিক সময়ে ব্যাটিং লাইন আপ নিয়ে বেশ কিছু পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ পর্যন্ত পরীক্ষার অনেক ফলাফল বাংলাদেশের পক্ষে এসেছে। অনেক ব্যাটসম্যান সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে গুণগত ব্যাটিংয়েই জোর দিচ্ছেন কোচ স্টিভ রোডস। বাংলাদেশের ব্যাটসম্যানদের কোনো নির্দিষ্ট ছকে আটকাতে চান না তিনি।

এশিয়া কাপ ফাইনালে সৌম্য সরকার ৭ নম্বরে নেমে ৩৩ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিলেন। এমনকি চলমান দুই ওয়ানডেতে নিচের সারিতে খেলার পর রান পাননি সৌম্য। তবে তৃতীয় ওয়ানডেতে তিনে নেমে খেলেছেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের বিভিন্ন অবস্থানে খেলানোর ব্যাপারে রোডস বলেন, ‘কাউকে গণ্ডির মধ্যে বেঁধে না ফেলা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাটসম্যানরা কোনো কোনো দিন উদ্বোধন করতে পারে, না করতেও পারে। তাঁদের গুণগত মান রয়েছে এবং তারা যেকোনো স্থানেই খেলতে পারে।’

শুধু সৌম্য নয়, এশিয়া কাপে সাত নম্বরে ইমরুলের ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটিও নজর এড়ায়নি কোচের। তাই সৌম্য ও ইমরুলকে নিয়ে আশাবাদী তিনি। রোডস বলেন, ‘প্রাথমিকভাবে চার কিংবা পাঁচে নামা খেলোয়াড় উদ্বোধনী জুটিতে নামলে তাঁর জন্য খেলা কঠিন হয়ে যায়। তাই ওপেনিং ব্যাটসম্যান মূলত সবখানেই ব্যাট করতে পারে। আমি মনে করি, সৌম্য আমাদের এই আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। ব্যাট, বল, ফিল্ডিং তিন অংশেই ভালো। এমন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন। ইমরুলও ওপেনিং ব্যাটসম্যান হয়ে এশিয়া কাপে সাত নম্বরে নেমে ৭০ রান করেছে। ব্যাটিংয়ে এমন পরিবর্তন এবং এমন ব্যাটসম্যানদের আমি পছন্দ করি।’

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে রান নিয়ে ভাবনায় থাকবে বাংলাদেশ। তবে ফর্মে থাকা ব্যাটসম্যানরা বিভিন্ন অবস্থানে খেলতে পারলে সেই চিন্তা অনেকটাই কমবে রোডসের। এখন দেখার বিষয় ব্যাটসম্যানরা এমন ফর্ম ধরে রাখতে পারেন কি না।