লিস্টারকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে গার্দিওলার শিষ্যরা

Looks like you've blocked notifications!

লিগ কাপের কোয়ার্টার ফাইনালে বেশ শক্ত সময় পার করেছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। গতকাল মঙ্গলবার স্বাগতিক লিস্টারের মাঠে মুখোমুখি হয়েছিল সিটি। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে টাইব্রেকারে এগিয়ে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন, সঙ্গে ১৪তম মিনিটে এগিয়েও দিয়েছেন দলকে। প্রথমার্ধে লিস্টারের অনেক সুযোগ ব্যর্থ হয়েছে শুধু সফল ফিনিশিংয়ের অভাবে।

অবশ্য দ্বিতীয়ার্ধে দারুণভাবে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রাইটন ৭৩তম মিনিটে সমতায় ফিরিয়েছেন লিস্টারকে। ১-১ গোলে সমতায় অবস্থান করছিল দুই দল। তবে অতিরিক্ত মিনিটেও ম্যাচের ফল সমাধানে না আসায় খেলা গড়িয়েছে টাইব্রেকারে।

আগের দুই রাউন্ডে এই টাইব্রেকারেই জয় পেয়েছিল লিস্টার। ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগের বিজয়ী দলের ভাগ্য অবশ্য এবার ততটা ভালো নয়। বর্তমান চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে দলটি। পেনাল্টিতে ৩-১ গোল ব্যবধানে হারায় সেমিফাইনালের লড়াইয়ে ছিটকে পড়ে লিস্টার।