নতুন যে রেকর্ড গড়েছে বাংলাদেশ!

Looks like you've blocked notifications!

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সিরিজ বাঁচানোর দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ চার উইকেটে ২১১ রান। আর এই রান করার পথে নতুন রেকর্ডের জন্ম দিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যেকোনো আন্তর্জাতিক  টি-টোয়েন্টি ম্যাচে  এটিই সর্বোচ্চ দলগত সংগ্রহ। 

এর আগে মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ২০৪ রান। কিন্তু বাংলাদেশ দল আজ ব্যাটিংয়ে নেমে নিজেদের বিপক্ষে গড়া রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল। 

দলের ব্যাটিংয়ের শুরুতেই তামিম ইকবাল ফিরে গেলেও মারমুখী ছন্দে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন লিটন দাস। ব্যাক্তিগত ৬০ রান করে লিটন আউট হয়ে ফিরে যাও্য়ার পর অধিনায়ক সাকিব আর সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মিলে দলকে সামনে এগিয়ে নিয়ে যান। এই দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে দলের স্কোর ২০০ ছাড়িয়ে যায়। 

মিরপুরে ব্যাটিংয়ে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ১৯৪ রান করে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা দল। তাই সিরিজ জিততে হলে আজ রান তাড়া করার নতুন রেকর্ড করতে হবে উইন্ডিজ দলকে।