উইনিং কম্বিনেশন ভাঙবে কি বাংলাদেশ?
সিরিজ এখন ১-১ সমতায়। তাই দুই দলের জন্যই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খুবই গুরত্বপূর্ণ। যে দল জিতবে তারাই সিরিজ জয়ের উল্লাস করবে। এমন সমীকরণের ম্যাচে কেমন করবে বাংলাদেশ, স্বাভাবিক কারণেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর উইনিং কম্বিনেশন ভাঙবে কি বাংলাদেশ?
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে। তবে খুব বেশি প্রয়োজন হলে দু-একটি পরিবর্তন হতেও পারে।
যদি পরিবর্তন হয়, সে ক্ষেত্রে কোপটা পড়তে পারে তরুণ অলরাউন্ডার আরিফুল হকের ওপর। তাঁকে বসিয়ে স্পিনার নাজমুল ইসলাম অপুকে খেলানো হতে পারে। আর একজন পেসার বেশি নেওয়া হলে অলরাউন্ডার সাইফউদ্দিনকে বসিয়ে যুক্ত হতে পারেন পেসার রুবেল হোসেন। এ ছাড়া দলে পরিবর্তনের সম্ভাবনা কম।
চলমান এই সিরেজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটের বড় ব্যবধানে জিতেছিল। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৬ রানে জিতে সমতায় ফিরে। এর আগে টেস্টে ২-০তে হোয়াইটওয়াশ করে এবং ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে কেমন করে সেটাই এখন দেখার।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন/ মুস্তাফিজুর রহমান।